Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মা-সমাবেশে এম, এ মান্নান-সুশিক্ষিত জাতি গঠনে বর্তমান সরকার বদ্ধপরিকর

আহজারুল হক ভূইয়া :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম, এ মান্নান বলেছেন, বর্তমান সরকার সুশিক্ষা অর্জনের মাধ্যমে আধুনিক জাতি গঠনের বদ্ধপরিকর। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরক্ষরমুক্ত বাংলাদেশ নির্মানে নিরলসভাবে কাজ করছে আওয়ামী লীগ সরকার। ইতিমধ্যে এ সকারের শাসনামলে শিক্ষাক্ষেত্রে বৈল্পবিক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি বলেন, সরকারে পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষা উন্নয়নে কাজ করার জন্য সবার প্রতি আহবান জানান। রোববার দুপুরে তিনি জগন্নাথপুর পৌরএলাকার পশ্চিম ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জগন্নাথপুরের এসিল্যান্ড হোসাইন মোহাম্মদ হাই জকি’র সভাপতিত্বে ছায়াদ আহমদ ভূঁইয়া, ও পাখী মিয়ার যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশীদ চৌধুরী,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়া, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি মো: কামাল উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, ডা: নজরুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, রেবা চন্দ দাস,চয়ন তালুকদার প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন হাজী আলাউদ্দিন, আনফর উল্লা,আব্দুল হাফিজ, নিখিল দেব, মইন উদ্দিন, ছমির উদ্দিন, নিখিল তালুকদার, লৎফুর রহমান খেলু, মহিবুর রহমান লিটু,আয়াত উল্লা প্রমুখ।

বিকেলে তিনি জগন্নাথপুর পৌর শহরের শ্রীশ্রী কালিমন্দিরে ষোল প্রহরব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠানের সূচনালগ্নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
এর পূর্বে তিনি জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সভায় যোগদান করে।

Exit mobile version