Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সভায় এম এ মান্নান বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন আর শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি সাধিত হয়েছে। বর্তমানে বাংলাদেশে এখন আর কেউ না খেয়ে মারা যায় না। তিনবেলা পেটভরে ভাত খেতে পারে। অসহায় দরিদ্র ও নিন্মআয়ের সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মুক্তিযোদ্ধা ভাতা,বিধবা ভাতাসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে সরকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় সবাইকে আওয়ামীলীগের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার বিকল্প নেই। তাই শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা যেকোন মূল্যে রক্ষা করতে হবে। শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে শিক্ষক অনন্ত পাল ও সালেহা পারভীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসনে, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হক, মুক্তিযোদ্ধা সজ্জাদ হোসেন, সাংবাদিক অমিত দেব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। সভার শুরুতে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।

Exit mobile version