তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় “মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি অধিদপ্তরের জগন্নাথপুর কার্যালয়ের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় ও জগন্নাথপুর উপজেলার নিবার্হী অফিসার জনাব মাহ্ফুজুল আলম মাসুম’এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আহসান উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন, ইউআরসি ইন্সট্রাক্ট হারুনুর রশীদ, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাজের আলী প্রমুখ। সেমিনার শেষে একটি ডিজিটাল বাংলাদেশ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
Leave a Reply