Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ম্যাজিস্ট্রেট এর গাড়ির ধাক্কায় শিশু আহত

সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় চার বছরের নাসির মিয়া নামে এক শিশু আহত হয়েছে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটি মজিদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।
আজ বুধবার দুপুরে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের জগন্নাথপুরের মজিদপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়িযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আলম দাপ্তরিক কাজে জগন্নাথপুর উপজেলায় আসছিলেন। মজিদপুর এলাকায় পৌছামাত্র হঠাৎ করে শিশুটি বাড়ির গেইট থেকে বের হয়ে অসাবধানতাবশত গাড়ির সামনে এসে পড়ে। ড্রাইভার দ্রুত ব্রেক চাপলেও শিশুটি গাড়ীর সাথে ধাক্কা খায়। এতে সে আহত হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়রা বিক্ষোভ করেন। পরে এলাকার গণ্যমান্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটি হঠাৎ করে দৌড় ‍দিয়ে রাস্তায় চলে আসলে গাড়ির সঙ্গে ধাক্কা গেলে তার মাথায় চোট লাগে। সে এখন সুস্থ আছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন তার চিকিৎসার জন্য ৫০০০ টাকা প্রদান করেছে। তার সুচিকিৎসার আরো যেকোন ধরণের সাহায্য লাগলে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক প্রদান করা হবে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধুসুদন ধর জানান, শিশুটি বর্তমানে সুস্থ আছে। তবে মাথায় আঘাত পাওয়ায় আমরা তাকে ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।

Exit mobile version