স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের এএনটিভির পরিচালক রাজনীতিবীদ, সমাজসেবক আবুল হোসেন মতবিনিময় করেছেন। জগন্নাথপুরের সার্বিক পরিস্থিতি ও আগামী দিনের জগন্নাথপুর ভাবনা নিয়ে এ মতবিনিময় সভা হয়।
বুধবার রাতে জগন্নাথপুর টুয়েন্টিফোর কার্যালয়ে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সম্পাদক অমিত দেব এর পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন এএনটিভির পরিচালক রাজনীতিবীদ সমাজসেবক আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কবি লেখক শায়েক এম রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম নির্বাহী সম্পাদক আলী আহমেদ, ডিজিটাল প্লাটফর্ম প্রধান জুয়েল আহমেদ, বাংলা টিভি প্রতিনিধি গোবিন্দ দে প্রমুখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, আমিনুল হক সিপন,আমিনুর রহমান জিলু প্রমুখ মতবিনিময় সভায় বক্তারা জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা প্রত্যাশা করেন। এবং জগন্নাথপুর উপজেলার স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রবাসে ও দেশে থাকা সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সফল অনুষ্ঠান বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আগামী দিনে জগন্নাথপুর কে একটি সুন্দর আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে এএনটিভির পরিচালক রাজনীতিবীদ সমাজসেবক আবুল হোসেন এর হাতে সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়।