স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ শয়ন কক্ষ থেকে মইনুল ইসলাম কুদ্দুছ (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (০১ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই যুবক ইসলামপুর গ্রামের মৃত মাহমদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) উমর ফারুক জানান, মইনুল ইসলাম কুদ্দুছকে তার নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্থ হয়ে মানুষিক অশান্তিতে ভোগছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার রুজু হয়েছে।