স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথমবারের মত রানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে একটানা দুপুর ১টা পর্যন্ত রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২ যুগেরও পুরাতন এ স্ট্যান্ডে প্রথমবারের মত সুনামগঞ্জের জেলা সিএনজি চালিত অটোরিকশা মিশুক ও ট্যাক্সি কার ড্রাইভার্স ইউনিয়নের অন্তর্ভুক্ত রানীগঞ্জ উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ইসলামপুর গ্রামের বাসিন্দা যুদ্ধাহত বীর মু্ক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ খাঁন তালুকদারের জ্যেষ্ঠ পুত্র আব্দুল গফ্ফার খাঁন ছাতা প্রতিকে ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর মিয়া আনারস প্রতিকে পান ৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ফুল মিয়া (ফুটবল) ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফরিদ মিয়া পান (কলস) ৪৭ ভোট। এছাড়াও সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন, শের আলম ও শামিনুর মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মিল্টন আহমদ, কোষাধ্যক্ষ পদে জিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে সুমন মিয়া, কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন ছালিক মিয়া, হাবিবুর রহমান, জুনেদ মিয়া ও দিপু মিয়া। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাজি চাঁন মিয়া, সহকারি কমিশনার হিসেবে ইসরাক আলী, ফখরুল ইসলাম ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য কাওসার আহমদ। এছাড়া প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন কবির আহমদ। প্রধান নির্বাচন কমিশনার হাজি চাঁন মিয়া ফলাফলের তথ্য নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণভাবে সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৩০ জন ভোটারের মধ্যে ১২৭ জন ভোট তাঁদের ভোট দিয়েছেন। এতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।#