Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুনুকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর ডিএসপি বাড়ির বাসিন্দা লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার ডেভেলপম্যান্ট কমিটির চেয়ারম্যান ও জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিই কে সংবর্ধনা দেয়া হয়েছে । হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ম্যাজিষ্ট্রেট সুয়েব আহমদ তালুকদার কর্তৃক প্রতিষ্টিত মনাই মিয়া ও মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে । শনিবার দুপুরে হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাধী আলহাজ্ব নজরুল ইসলাম হীরা।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সদস্য কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরুয়া ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মো: বজলুর রশীদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট জিয়াউর রহীম শাহিন। হবিবপুর গ্রামের প্রবীণ মুরব্বী আলকাব আলীর সভাপতিত্বে ও হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান আহমদের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন এলাকার দিলু মিয়া, মো: খালেদ হোসেন চুনু, আবুল হোসেন দুদু, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, মোছা: ইয়াছমিন বেগম, চম্পা রানী দেবনাথ , মো: ছালেহ আহমদ, মো: মোছাদ্দিক হোসেন ,মুক্তা রানী দেব, নাঈমুল ইসলাম খান প্রমূখ । পরে সংবর্ধিত অতিথি কাউন্সিলর আব্দুল মুকিত চুনুর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।

Exit mobile version