Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার;::: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মতবিনিময় সভা মঙ্গলবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, থানা অফিসার ইনচার্জ হারুণ রশিদ চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী বিদ্যুৎ প্রকৌশলী ফরহাগ হায়দার,আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আলীম
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী,সেক্রেটারী প্রনব কুমার বণিক,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব,জগন্নাথপুর কেন্দ্রেীয় পূজা মন্ডপের সভাপতি হীরা মোহন দে, বাসুদেববাড়ি আনন্দময়ী পূজা কমিটির সভাপতি মিন্টুর ঞ্জন ধর, দাস সম্প্রদায় পূজা কমিটির সেক্রেটারী ক্ষিতিশ দাস, রানীগঞ্জ পূজা কমিটির পক্ষে রাজিব তালুকদার,গোপ্ররাপুর পূজা কমিটির পক্ষে শিক্ষক অধির বৈদ্য,আশারকান্দি পূজা কমিটির পক্ষে অনুকুল দাসসহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় বক্তারা জগন্নাথপুরের ২৫টি মন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনে পুলিশ আনসার,স্বেচ্ছাসেবক টিম সমন্বয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠভাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও নিবিঘ্নে পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানাদি ও বিসর্জন সম্পন্ন করতে প্রশাসনের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়। পূজা চলাকালীন সময়ে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহেনের সিদ্ধান্ত হয়। এছাড়াও বিদ্যুৎ বিভাগকে নিরবিচ্ছিন্ন বিদ্রুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানানো হয়।

Exit mobile version