Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা

স্টাফ রিপোর্টার:; শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জগন্নাথপুর উপজেলার সনাতন ধর্মালম্বী ও শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দকে নিয়ে এক আইনশৃঙ্খলা বিষয়ক সভা সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম শামীম, উপজেলা বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী পাভেল রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিক, উপজেলা কেন্দ্রীয় পূজা কমিটির সভাপতি বিজন কুমার দেব। সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,প্রেসক্লাব সভাপতি শংকর লাল রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল দে, কেন্দ্রীয় পূজা কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব প্রমুখ সভায় উপজেলার ২৭টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শারদীয় দূর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় সরকারি বরাদ্দকৃত চাল সমবন্ঠন করা হয়।

Exit mobile version