Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে ডাক্তারদের সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শিক্ষা কার্যালয়ের উদ্যাগে ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস ও (১-৭)অক্টোবর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ক্ষুদে ডাক্তার সম্মেলনের আয়োজন করা হয়। জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপ পরিচালক এ,কে,এম সাফায়েত আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, জগন্নাথপুর
উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাইকুল ইসলাম, সহকারী শিক্ষা কমকর্তা  মাছুম বিল্লাহ, রাপ্রু চাই মারমা,প্রধান শিক্ষক সুদীপ ভট্টাচার্য্য, দৈনিক ইত্তেফাক জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল হাই।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ক্ষুদে ডাক্তার মুন তো হীনা  ইকরা, রাইদা ইসলাম।সভায় পবিত্র
কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী মুন তো হীনা ইকরা, গীতা পাঠ করেন পূর্বা দে।
সভার শুরুতে শিক্ষকরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।
Exit mobile version