স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের পরিচয়পত্র তৈরির লক্ষে তিন দিন ব্যাপি ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল রোববার কলেজ ক্যাম্পাসে সেচ্ছাসেবী সংগঠন হিল সামাজিক সংগঠনের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় তিন ব্যাপি এ কার্যক্রম শুরু হয়েছে।
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুরঞ্জিত সেনের সভাপতিত্বে ও হিল সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক শিক্ষার্থী আকমল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা আশা, কলেজের প্রভাষক আব্দুর রউফ, নিয়াজ আহমদ, অশেষ কান্তি দেব প্রমুখ।
পরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে ডা. শারমিন আরা আশাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হিল সামাজিক সংগঠনের সদস্য রুহুল আমিন, জাকারিয়া, দুলাল, ফেরদৌস, অভি, মনোয়ার, নাঈম, জুবায়েল, শেখ সাহবির, শামিমুর আহমদ, সাব্বির আলী, সাখয়াতসহ শিক্ষার্থী বৃন্দ।
হিল সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক আকমল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, কার্যক্রমের প্রথম দিনে বিনামূল্যে প্রায় শতাধিক ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। আগামী মঙ্গলবার ছাত্রদের এবং বৃহস্পতিবার ছাত্র ও ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।