Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শিক্ষা উপকরন বিতরণী অনুষ্ঠানে দেবজিৎ সিংহ-শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

সুহেল হাসান কলিকলিয়া থেকে:: স্থানীয় সরকার সুনামগঞ্জের পরিচালক দেবজিৎ সিংহ বলেছেন, শিক্ষার্থীদেরকে জ্ঞান বিজ্ঞানে আধুনিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই হচ্ছে আগামী দিনের যোগ্য নাগরিক। তাদের হাতেই দেশের নের্তৃত্ব আসবে। তিনি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের ঐক্যবদ্ধভাবে প্রতিটি বিদ্যালয়ের লেখাপড়ার মানন্নোয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ১৪নং মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদের উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে টুথব্রাশ, টুথপেস্ট, নেইল কাটার ও পেন বক্র বিতরন অনুষ্টান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মন্নান। মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লায়েক আহমদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা গর্ভন্যন্স প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিছ বেগম, শিক্ষানুরাগী সমাজসেবক প্রবাসী মন্তেস্বর আলী, আবুল কালাম, জেলা যুবলীগের সদস্য আলাল হোসেন রানা প্রমুখ । অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বশির আহমদ । এসময় উপস্থিত ছিলেন মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রিয়াংকা দে, ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি নুরুল হক, সমাজসেবক কাছা মিয়া, রফিক উল্লা,রুস্তম আলী, রফিক মিয়া, সাংবাদিক সুহেল হাসান, ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি কামাল হোসেন, প্রতিভা ট্রাষ্টের সেক্রেটারী এমদাদুর রহমান সুমন,হাকিম আলী. রিংকু দে, সুহেল মিয়া । অনুষ্টানের শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরন করেন ।

Exit mobile version