Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাতা আত্মগোপনে অতঃপর উদ্ধার এলাকায় তোলপাড়

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে ফিরাযাত্রায় এসে শশুর বাড়ি থেকে জামাতা আত্মগোপনের ঘটনায় এলাকায় তোলপাড় দেখা দিয়েছে। জানা গেছে ছাতক পৌর শহরের ফকির টিলা এলাকার বাসিন্দা কাজী মো: লিলু মিয়ার পুত্র কাজী জায়েদ মিয়া গত ১১সেপ্টেম্বর জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের তারা মিয়ার মেয়ে কে ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ে করেন। বিয়ের পর প্রথা অনুযায়ী গত ১৩ সেপ্টেম্বর কাজী জায়েদ মিয়া তার নববধু স্ত্রী ও আত্বীয় স্বজন নিয়ে শশুর বাড়ি জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামে ফিরাযাত্রায় আসেন। শশুর বাড়িতে আড়াই দিন থাকার পর ১৫ সেপ্টেম্বর কাজী জায়েদ মিয়া তার নববধু স্ত্রীকে নিয়ে ছাতকে নীজ বাড়িতে যাওয়ার কথা থাকলেও ঐদিন হঠাৎ করে বর কাজী জায়েদ মিয়া শশুর বাড়ি থেকে আত্মগোপনে চলে যান। এনিয়ে হৈচৈ শুরু হলে শুরু হয় খোঁজাখুঁজি। বিষয়টি স্বামীর বাড়ির লোকজনকে জানানো হলে উভয় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। ওইদিন রাতেই উভয় পরিবারের লোকজন জগন্নাথপুর থানায় সাধারন ডায়েরি করেন। এঘটনায় গত বৃহস্পতিবার কাজী মোঃ লিলু মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন । পুলিশ তাৎক্ষনিকভাবে নববধু ও তার বড় ভাই রিপন মিয়াকে ইসহাকপুর নীজ বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন। রাতে আত্মগোপনে থাকা বর কাজী জায়েদ মিয়াকে বিশ্বনাথ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। থানায় পুলিশ ও গনমাধ্যম কর্মীদের সামনে আত্মগোপনে থাকা কাজী জায়েদ মিয়া অসংলগ্ন কথাবার্তা বলেন। মেয়েটির পরিবারের লোকজন জানান,পরিচিত এক ব্যক্তির মাধ্যমে হঠাৎ করে বিয়ে দেয়ায় আমরা ছেলেটির বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। এখন বুঝতে পারছি ছেলেটি মানসিকভাবে কিছুটা অসুস্থ ও নেশাগ্রস্থ।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, উদ্ধারকৃত ব্যক্তি শারিরীকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে। তাই তার কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তাকে চিকিৎসা করানো হচ্ছে। ছেলেটি থানায় একেক সময় একেক রখম কথা বলছে। সঠিক তথ্য পাওয়া গেলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

Exit mobile version