Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ষোলপ্রহরব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠানে মন্ত্রী এম এ মান্নান- শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের শেষ আলো

স্টাফ রিপোর্টার :; অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন শেখ হাসিনা হচ্ছে দেশের শেষ আলো। এই আলোকে নিবতে দেয়া যাবে না। জ্বালিয়ে রাখতে হবে। বাংলাদেশের অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তাই শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নৌকার পক্ষে সবাইকে সমবেত থাকার আহ্বান জানান মন্ত্রী সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের শ্রীশ্রী কালিমন্দিরে ষোল প্রহরব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠানের সূচনালগ্নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গতকাল রোববার মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় আলোচনা সভা নামযজ্ঞানুষ্ঠান উদযাপন পরিষদ সভাপতি প্রনয় কান্তি সূত্রধর এর সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসনে, ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার ভূমি হোসাইন মোহাম্মদ হাই জকি, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার দিব্য রঞ্জন দে,পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী,ওসি হারুণ রশিদ চৌধুরী, নামষজ্ঞানুষ্ঠান উদযাপন পরিষদের উপদেষ্ঠা বিনয় ভূষণ বণিক, সাধারণ সম্পাদক সমীর মোহন দেব, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিক, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, প্যানেল মেয়র সফিক মিয়া, কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ।গীতা পাঠ করেন পরমানন্দ দাশ কালা সাধু, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীল জগদানন্দ দাশ বৈষ্ষম মহারাজ, হীরা মোহন দেব, প্রদীপ সূত্রধর,বিভাস দে, সাংবাদিক অমিত দেব,শশী কান্ত গোপ, কাজল বণিক, প্রদীপ দে, নিউটন দে, শীবাজী দেব,সুজিত দেব, কল্যাণ কান্তি রায় সানী প্রমুখ পরে নামযজ্ঞানুষ্ঠানে ভূমিকা রাখায় প্রতিবছরের ন্যায় গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা দেয়া হয় মানস কুমার চৌধুরী মন্টু,সুনীল চন্দ্র গোপ,অনিল চন্দ্র দেব,মরনোত্তর উপেন্দ্র দেবনাথ, জগদিশ সূত্রধর,জগৎজ্যোতি রায় নিতাইকে।

Exit mobile version