Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ষোল প্রহরব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার :: ব্যাপক ভক্তসমাগমের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কল্পে দেশ ও সকল জীবের শান্তি কামনায় জগন্নাথপুর উপজেলা সদরের বাসুদেব বাড়িতে শ্রী শ্রী বাসুদেব জিউর শ্রীমন্দির প্রাঙ্গনে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে ষোল প্রহর ব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান। দধিরভান্ড ভঞ্জন ও মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে শেষ হয় ষোল প্রহর ব্যাপী বার্ষিক নামযজ্ঞ অনুষ্ঠান। শনিবার শুভ অধিবাশের মধ্যে দিয়ে শুরু হয় ১৬ প্রহর ব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান। এ উপলক্ষে ধর্মসভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ শিক্ষক নয়ন রঞ্জন বণিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক পরিমল কান্তি দে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ননী গোপাল দাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক সুমেশ চন্দ্র গোপ, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব শিশির কুমার রায়, জগন্নাথপুরের বিশিষ্ট ধর্মানুরাগী ও সমাজসেবক ডাঃ দিব্য রঞ্জন দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে, নামযজ্ঞানুষ্ঠানের উপদেষ্ঠা বিনয় ভূষন বণিক, বাবুল চন্দ্র দে। নামযজ্ঞ উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রনব কুমার বণিক ও সাধারণ সম্পাদক শশী কান্ত গোপের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিজন কুমার দে। আলোচনাসভায় প্রবীর চন্দ্র দাসকে সন্মাননা ও পবিত্র বণিক ও হেমেন্দ্র বণিককে মরনোত্তর সন্মাননা প্রদান করা হয়। ষোল প্রহর ব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন মীরা বধুয়া সম্প্রদায় বড়গুনা, নারায়ন সম্প্রদায় বেহেলী,নব সখী সম্প্রদায় গোপালগঞ্জ,সখী সম্প্রদায় মৌলবীবাজার,মানব কল্যাণ হরিনাম সম্প্রদায় কুমিল্লা নামসুধা পরিবেশন করেন। সমাপনীদিনে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সভাপতি বীরেন্দ্র কুমার দে, বিনয় ভূষণ বণিক, বাবুল চন্দ্র দে, ডাঃ দিব্য রঞ্জন দে, নয়ন রঞ্জন বণিক,নামযজ্ঞ উদযাপন পরিষদ সভাপতি প্রনব কুমার বণিক,সহ-সভাপতি সতীশ গোস্বামী, প্রদীপ সূত্রধর,হীরা মোহন দে,প্রশান্ত চক্রবর্তী,প্রজেশ গোপ,ক্ষীতিশ দাস,সাধারণ সম্পাদক শশী কান্ত গোপ,যুগ্ম সাধারণ সম্পাদক বিভাষ দে,কাজল বণিক,প্রদীপ কুমার দে, অমিত দেব, অর্থ সম্পাদক দেবাশীষ তালুকদার,সহ-অর্থ সম্পাদক শ্যামল দে,বিরাজ দাশ,সাংগঠনিক সম্পাদক বাবলু বণিক,সহ-সাংগঠনিক সম্পাদক অরূপ সরকার,রাজন দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কল্যাণ কান্তি রায় সানী,মিটুন বণিক, দপ্তর সম্পাদ;ক সঞ্জয় দাস,সহ-দপ্তর সম্পাদক গোবিন্দ দে,বাবুল দাস মহিলা বিষয়ক সম্পাদক গীতা রানী চক্রবর্তী। পরিষদ সদস্য সুধাংশু শেখর রায় বাচ্ছু,শংকর রায়,শংকর দে, সুজিত কুমার রায়, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, দীপক কুমার দে, সুজিত কুমার দে প্রমুখ। পরে মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Exit mobile version