স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সততা, দায়িত্বশীল এবং একই সাথে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ অবদান রাখায় সংবাদকর্মী রুম্মান আহমেদকে সৌদি আরব গ্রমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে সামাজিক সংগঠন মুক্ত সমাজ কল্যাণ সংস্থা এবং Friends Zone (বন্ধু মহল) এর যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মুক্ত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ইসমাঈল আলী মিজুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সংবাদকর্মী রুম্মান আহমদ। এতে আরও বক্তব্য দেন, ‘সেইভ পিপলস যুব ও সমাজ কল্যাণ সোসাইটি’-এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ নাহিদ, সহ পরিচালক সৈয়দ নাহিদ গাজী, প্রচার সম্পাদক সিহাব আহমেদ, সদস্য শেখ পাবেল, ‘স্বপ্ন কুঁড়ি ব্লাড ডোনার সোসাইটি’-এর প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম, সংবাদকর্মী ফরহাদ আহমেদ রেহান, সমাজকর্মী গোলাম মস্তফা টিপু, ইমরান আহমেদ তালুকদার, অলিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সংবাদকর্মী রুম্মান আহমেদের সমাজসেবা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, “রুম্মান আহমেদ শুধু একজন সাংবাদিক নন, তিনি সমাজের একজন মানবিক মানুষ। তাঁর কাজ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস রুম্মান আহমেদকে “অপরিহার্য বন্ধু” হিসেবে অভিহিত করেন এবং শুভ কামনা জানিয়ে তাঁরা বলেন, “তাঁর প্রবাস জীবন যেন দেশের মুখ উজ্জ্বল করে।”
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, সংবাদকর্মী রুম্মান আহমেদ ২০১৯ সাল তাঁর পেশাগত যাত্রা শুরু করেন। ধারাবাহিকভাবে কেটিভি বাংলা, এনটিভি ইউরোপ, এনটিএন বাংলা ইউকে এর ভিডিও জার্নালিস্ট এবং জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।