Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ভোধন উপলক্ষে সভা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার বিকাল ৩ ঘটিকায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ভোধন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। স্থানীয় সোনাতন পুর বাজার পরিচালনা কমিটির অনুমোদন ক্রমে সভার স্থান নির্ধারিত করা সোনাতন পুর বাজার। নির্ধারিত সময়ের পূর্বেই কর্মসূচি পালনে স্থানীয় থানা পুলিশ বাধা প্রধান করিতে থাকে। কর্মসূচি পালনের লক্ষ্যে নেত্রীবৃন্দ অনুষ্ঠান স্থলে উপস্থিত হইলে পুলিশ অনুষ্ঠানে বাধা প্রধান করিয়া ব্যানার ছিনিয়ে নেয় এ সময় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়।পুলিশের প্রচন্ড বাধা উপেক্ষা করে অনুষ্ঠান স্থল থেকে কিছুটা দুরে তাৎক্ষণিক এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আলী আহমদ দুলা সভা পরিচালনা করেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহিন তালুকদার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডঃ জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ. সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা বিএনপি নেতা আখলুল করিম, মোঃ দিলু মিয়া, আলিম উদ্দিন, জুবেদ আলী লখন, রিপন মিয়া, হুমায়ূন খান, খায়রুল ইসলাম, সৈয়দ আজমল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদল নেতা রাসেল বক্স, জাকির হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামীম আহমদ, বেলাল আহমদ, সাদেক আহমদ, উপজেলা ছাত্রদল নেতা নাসিম আহমদ রুয়েল, শেখ মামুন হোসেন, মোঃ মামুনুর রশীদ,পারভেজ আহমেদ, তামিম আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মারুফ আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান কোরাইশী, সাধারণ সম্পাদক সৈয়দ ইসহাক আহমদ, যুবদল নেতা সৈয়দ মিজান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা সুজেল খান, মোঃ জাবির, জামিল খান, সৈয়দ সাবের, খুর্শেদ আলম, হাবিব মল্লিক প্রমুখ।সভায় বক্তারা বিএনপির শান্তিপূর্ণ সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ার তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে আবু হোরায়রা সাদ মাষ্টার বলেন শান্তিপূর্ণ সভা অনুষ্ঠানে পুলিশের বাধা প্রধান অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। দলের স্বার্থে জাতীয় ক্রান্তিলগ্নে দলীয় কর্মসূচি পালনে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের ভূমিকা ভূয়সী প্রশংসা করে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্দ থাকতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version