Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সনাক্তকারী ‘বহিরাগতদের’ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুয়া নাগরিক সেজে সরকারি  প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহিরাগত ২৫ জন কে সনাক্ত করেছে স্থানীয় প্রার্থীরা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জগন্নাথপুর উপজেলার স্হায়ী বাসিন্দা নয় মর্মে তাদের বিরুদ্ধে প্রত্যয়ন দিয়েছেন। আজ সোমবার জগন্নাথপুর উপজেলার স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসীর পক্ষ থেকে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার নিয়োগ কমিটির সভাপতি সুনামগঞ্জের জেলা প্রশাসক এর নিকট বহিরাগত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ না দিতে আবেদন জানানো হয়।

আবেদনে বলা হয়, বেশ কয়েক  বছর ধরে জগন্নাথপুর উপজেলার স্থানীয় বাসিন্দা সেজে বহিরাগত প্রার্থীরা জগন্নাথপুরে চাকুরি নিয়ে কিছু দিনের নিজ নিজ উপজেলায় বদলী হয়ে চলে যাওয়ায় এ উপজেলার শিক্ষক পদের শুন্যতা কাটছে না। ২০১৮ সালের নিয়োগ পরীক্ষায় লিখিত ৫০১ জন উত্তীর্ণ হন। এরপর থেকে স্থানীয় বাসিন্দারা ২৫ জনকে সনাক্ত করা হয়।

তাদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ১০ জন,কলকলিয়া ইউনিয়নে ৩ জন, মীরপুর ইউনিয়নে ৫জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ১ জন,রানীগঞ্জ ইউনিয়নে ১ জন,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ২জন, আশারকান্দি ইউনিয়নে ২জন,পাইলগাঁও ১জন প্রাথমিকভাবে সনাক্ত করা হয়।

চাকুরি প্রত্যাশী খালেদ জিবলু জগন্নাথপুর

জানান,স্হানীয়দের অধিকার বঞ্চিত করে বহিরাগতরা জগন্নাথপুরের বাসিন্দা সেজে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছে। আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান চালিয়ে প্রাথমিকভাবে ২৫ জনকে চিহ্নিত করেছি। আমাদের ধারণা প্রশাসন অনুসন্ধান করলে আরো অনেকেই চিহ্নিত হবে।

আরেক চাকুরী প্রত্যাশী স্হানীয় বাসিন্দা শের আলী জানান, ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত জগন্নাথপুর উপজেলার  লিখিত পরীক্ষায় উর্ত্তীণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সুনামগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। আমরা বহিরাগতদের মৌখিক পরীক্ষা বাতিল করতে  আবেদন করেছি।

জগন্নাথপুরের স্থানীয় নাগরিক চাকুরী প্রত্যাশি এম, শামিম আহমদ বলেন, বহিরাগতের কারণে আমরা স্থানীয়রা বঞ্চিত হচ্ছি। আমাদের ন্যায়্য অধিকার আদায়ে প্রয়োজনে জগন্নাথপুর উপজেলাবাসীকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন, ভয়াবহ প্রতারণার মাধ্যমে যারা এমন অপচেষ্টা করছে তারা শিক্ষকতার মতো মহান পেশাকে কলংকিত করার পাশাপাশি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্থায়ী বাসিন্দা প্রকৃত প্রার্থীদের বঞ্চিত করবে। তাই এবিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবি জানান তিনি।

সুনামগঞ্জের অতিরিক্ত  জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য প্রযুক্তি হারুন অর রশীদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর উপজেলা থেকে বহিরাগত ২৫ জনের তালিকা সহ একটি অভিযোগ পেয়েছি।  এবিষয়ে  পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

Exit mobile version