Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতা বিভাসের পাশে উপজেলা যুবলীগ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাধারমণ ব্যান্ডদলের প্রতিষ্ঠাতা পরিচালক সার্বজনীন রথযাত্রা উদযাপন পরিষদের নেতা সাংষ্কৃতিক কর্মী বিভাস দে এর ওপর হামলার ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ৮ জনকে আসামি করে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। এদিকে গুরুতর আহত বিভাস দে এর শরীরে বুধবার অপারেশন হয়েছে। এখনো তিনি শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকের উদ্বৃতি দিয়ে স্বজনরা জানিয়েছেন। তাঁর আশু সুস্বস্থা কামনা করে অনেকেই প্রার্থনা করছেন। এদিকে আহত যুবলীগ নেতাকে দেখতে বুধবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছুঠে যান জগন্নাথপুর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন এর নেতৃত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগ নেতা নীলেন্দু গোপ,এমদাদ আহমদ,ইব্রাহিম আলী,আকমল হোসেন ভূঁইয়া ও আজহারুল হক ভূঁইয়া শিশু।নেতৃবৃন্দ যুবলীগ নেতা বিভাসের চিকিৎসার খোঁজ খবর নেন। এবং সন্ত্রাসী হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গত জগন্নাথপুরে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উদযাপনকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধের জের ধরে বিভাস দে হামলার শিকার হয়ে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Exit mobile version