Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৫১

স্টাফ রিপোর্টার :: রোববার অনুষ্ঠিত সমাপনী পরীক্ষার প্রথম দিনেজগন্নাথপুর উপজেলায় অনুপস্থিত ছিল ২৩৫ জন শিক্ষার্থী। এছাড়াও মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ছিল ৮৬ জন শিক্ষার্থী।
স্থানীয় শিক্ষা অফিস সুত্র জানায়, এবারের সমাপনী পরীক্ষায় ১৮টি কেন্দ্রে মোট ৫হাজার দুইশত ১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৩৫ জন। এছাড়া ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৮শত ৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে অনুপস্থিত ছিল ৮৬ জন।

জগন্নাথপুরের হাওরপাড়ের কৃষক নেতা সিদ্দিকুর রহমান জানান, ফসলহারিয়ে হাওরপাড়ের লোকজন খুবই কষ্টে দিন কাঁটছে। নলুয়া হাওরের বেষ্টিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দুইটি কেন্দ্রে সমাপনী পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত ছিল ২৯ জন। ফসলডুবি প্রভাব কিছুটা পরীক্ষায় পড়েছে বলে মনে হচ্ছে।

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, হাওরাঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব পড়েনি। এবারের সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শতকরা ৯৬ ভাগ।

Exit mobile version