1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

জগন্নাথপুরে সরকারী চাল মজুদ করায় ডিলারকে ১ বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অনুমোদিত সরকারী খাদ্য বান্ধব কর্মসুচির বরাদ্দকৃত চাল অন্যত্র মজুদ করার অপরাধে সুহেল ট্রেডার্স নামের এক ডিলারকে এক বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ডিলার হলেন, রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত আছকর আলীর ছেলে সুহেল মিয়া (৪৮)। জানা গেছে, বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন রানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আরজান মিয়ার গোডাউনে সরকারী খাদ্য বান্ধব কর্মসুচির ৯০০ বস্তা চাল জব্দ করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অনুমোদিত সরকারী খাদ্য বান্ধব এর ডিলার সুহেল ট্রেডার্সের ডিলার সুহেল মিয়াকে এক বছরের কারাদণ্ড প্রদান সহ ২ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সুহেল যুবলীগের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।

রানীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,গত ২০ অক্টোবর সুহেল মিয়া ৩০.৫৭০ টান চাল নেন।একটি ওয়ার্ডে তিনি চাল বন্টন করে মাষ্টাররুল জমা দিয়েছেন। অভিযানে ৪০ টন চাল পাওয়া গেছে। তিনি যে গুদামে চাল রেখেছেন এ দোকানের কোন লাইসেন্স নেই।

অভিযুক্ত সুহেল মিয়ার ভাই বাতির মিয়া জানান, আমার ভাই ষড়ষন্ত্রের শিকার। বুধবার গুদামঘর থেকে চাল উত্তোলন করেন। পরিবহন ব্যবস্হা অনুকূলে না থাকায় রানীগঞ্জ বাজারে তার দোকানে চাল রাখেন। ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে।

জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহাব উদ্দিন জানান,খাদ্য বান্ধব ডিলার নিয়োগের শর্ত লঙ্ঘন করে অন্যত্র চাল মজুদ রাখায় তাঁর বিরুদ্ধে আমি বাদী হয়ে জগন্নাথপুর থানায় এজাহার দাখিল করেছি।

উপজেলা সহকারি কমিশনার( ভূমি) মহসীন উদ্দীন বলেন, ওই ব্যক্তি যে দোকানের নামে সরকারী খাদ্য বান্ধব ডিলার নিয়েছেন। সেই দোকানে বরাদ্দকৃত চাল না রেখে অন্যত্রে মজুদ করায় ২০২৩ সালের ৮ ধারায় ওই ডিলারকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। তার তার লাইন্সেস বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রিফাত সিকদার বলেন, দণ্ডপ্রাপ্তকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত গত ১৬ অক্টোবর জগন্নাথপুর উপজেলায় খাদ্য বান্ধব ডিলার নিয়োগ কমিটির সভাপতি ইউএনও বরকত উল্যার সভাপতিত্বে সভায় ১৫ জন খাদ্য বান্ধব ডিলার নিয়োগ করা হয়। ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে একাধিক লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com