Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সহকারি শিক্ষক সমিতির অভিষেক সম্পন্ন

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার অভিষেক, নবীণ বরণ,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক ও মহিলা বিষয়ক সম্পাদক বাপ্পী রানী দে এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা ইন্সট্রাক্টর হারুণ রশীদ চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনুল হক, আল বশিরুল ইসলাম,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সম্পাদক সুনামগঞ্জ জেলা আহ্বায়ক হারুন রশীদ,কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রমথেশ দত্ত, হাজী আব্দুল রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফুর রহমান, উপজেলা শিক্ষক প্রতিনিধি রমেন্দ্র কুমার গোপ, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশরফ হোসেন, ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসা শিক্ষক উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন,
DSC_0019অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সদস্য গণেশ চক্রবর্তী, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি আজিজুল হক, শেফালী বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাছিমা খাতুন, অর্থ সম্পাদক আতাউর রহমান, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আপ্যায়ণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,গীতা পাঠ করেন, শিক্ষক সমিতির সদস্য শ্যমল চন্দ্র শীল। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেন, শিক্ষকরা হচ্ছেন সমাজের আলোকবর্তিকা তাদেরকে সুন্দর সমাজ নির্মাণে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষকদের সুযোগ সুবিধাসহ মর্যদা নিশ্চিত করতে কাজ করছে। দেশপ্রেমে উদ্বুধ হয়ে শিক্ষকদেরকে কাজ করার মাধ্যমে মানসন্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরে স্থানীয় শিল্পীদের মাধ্যমে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Exit mobile version