স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াসীন খান বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। বিগত দিনে ভোট বিহীন নির্বাচন ছাড়া সকল গণতান্ত্রিক নির্বাচনে আমরা অংশ গ্রহণ করেছি। আগামী দিনে জনগনের ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে সকল বৈষম্য নিরসন করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে আমরা কাজ করছি। তিনি বলেন বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের নেতাকর্মীরা মিথ্যা মামলায় কারাগারে ছিল। আমার বিরুদ্ধে ৩৬ টি মামলা হয়েছে। আমরা এসব মোকাবিলা করে জনগনের পাশে ছিলাম। আগামী দিনে বৈষম্য দুর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায় জামায়াত ইসলামী। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় জগন্নাথপুর পৌর শহরের একটি রেষ্টুরেন্টের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়বে মাওলানা দরছ উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মাস্টার আবু তাহিদ, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, উপজেলা পেশাজীবি সভাপতি কবির আহমদ, আইভিডব্লিউ সভাপতি জামাল উদ্দিন বেলাল, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল কাদির প্রমুখ । সভায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।