Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সাংস্কৃতিককর্মী ইমুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ উদীচী শিল্পী গোষ্ঠী পরিবারের অন্যতম সদস্য অকাল প্রয়াত নাট্যকর্মী তানভীর আহমদ ইমুর প্রথম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার তাঁর স্মৃতি বিজড়িত জগন্নাথপুরে পালিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যাগে বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমীর চত্বরে ‘নয়ন সন্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই শিরোনামে
এক স্মরণ সভার আয়োজন করা হয়। জগন্নাথপুর উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামীর সভাপতিত্বে ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল মুকিত এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহাতাবুল হাসান সমুজ,উপজেলা শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু,ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপক কান্তি দে,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব। শুরুতেই স্বাগত বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রনি রাজ,অন্যানের মধ্যে বক্তব্য দেন,উদীচীর সহ সভাপতি জুয়েল দাস, সদস্য মিঠন দেব,ব্রিটিশ ভাষা ইনষ্টিটিউটের পরিচালক আবুল কালাম আজাদ,সাংস্কৃতিক কর্মী তপন সেন,নূর আহমদ রুদ্র,জুয়েল হোসেন,মিন্টু মজুৃমদার ,শাহ সুবেল মিয়া,এস,এ নাইম,মুজিবুর রহমান,হ্র্দয়রহমান,তানভীর আহমদ,কামরুল ইসলাম,মৃদুল চন্দ,বিশাল কৃষ্ণ দাস, ইসরাত জাহান,সুর্বনা দাস,লিমা দাস,কেয়া দেব প্রমুখ সভার শুরুতে ইমু স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Exit mobile version