Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রেজুওয়ান কুরেশী::
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসি বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মোহনের অর্থায়নে ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে রোববার  বিকেলে বিদ্যালয়ে প্রাঙ্গণে
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আজাদ হোসেনের সভাপতিত্ব ও পরিচালনা কমিটির সহসভাপতি আলিম উদ্দিন, সদস্য রাসেল আহমদ ও সদস্য ফরুক আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  রেজাউল করিম রিজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  সাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, হাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ,কাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, নতুন কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, তেরাউতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিব,
 বিএন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কয়ছর রশিদ, পাইলগাঁও ছাত্রলীগের সভাপতি তানভীর আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান প্রমুথ।
পরে শিক্ষার্থীদের বিতরণ করা হয়। এরপূর্বে অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এ সময় পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আপ্তাব উদ্দিন, উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সাইফুল্লাহ,, বিএন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি হাজী মুজাহিদ গনি, সাবেক সভাপতি ইসলাম উদ্দিন,
বিএন উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ কান্তি তালুকদার,বাংলা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আশা রাণী চক্রবর্তী, সহকারি শিক্ষক মতি চক্রবর্তী, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী আব্দুল তাহিদ, ইউপি সদস্য
আলাউর রহমান আলা, যুক্তরাজ্য প্রবাসি সিরাজুল ইসলাম,  এলাকার আকছির মিয়া,  সিরাজ মিয়া, ফারুক মিয়া, আবদার মিয়া, আব্দুল গফুর,  ইয়াওর মিয়া, লুদু মিয়া, মাসুম মিয়া, বাদশা মিয়া, রাজন মিয়া, আল মোমিন, জাহাঙ্গীর আলম, ছিকন মিয়া, পারভেজ মিয়া, কবির মিয়া, তারেক মিয়া, উজ্জল মিয়া, আব্দুল কাঈদ, জবলু মিয়া, আব্দুল জলিলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মো: চুনু মিয়া।
Exit mobile version