Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সেই সড়কের গর্তে এবার আটকে গেল তিনটি ট্রাক,জানেন না কর্তৃপক্ষ

১৩ জুলাই সংস্কারহীন জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর
পৌরশহরের হামজা কমিউনিটি সেন্টারের সামনে গর্তে মালবাহী দুইটি ট্রাক পড়ে
যান চলাচল বন্ধ করে দেয়। আজ বুধবার 
ভোররাতে একই স্থানে এবার তিনটি
মালবাহী ট্রাক আটকে যানচলাচলে ব্যাহত হয়েছে। সড়কজুড়ে সৃষ্টি হয় যানজট।
ফলে চরম দুর্ভোগের শিকার হন জনসাধারণ।
তবে গর্তে আটকে থাকা তিনটি ট্রাক অপসারণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের সংস্কারের
অভাবে বেহালদশা বিরাজ করছে। সড়কজুড়ে ভাঙাচোরা, অসংখ্যা খানাখন্দ আর বড় বড়
গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে একাকার হয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন প্রায়ই সড়কের কোন না কোন গর্তে ভারী যানবাহন পড়ে যানচলাচলে বিঘিœত ঘটছে। গত ১৩ জুলাই জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের হামলা কমিউনিটি সেন্টারের সামনে দুইটি মালবাহী ট্রাক গর্তে পড়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর পরিবহন মালিক ও শ্রমিকরা সংস্কার কাজের
দাবীতে ১৪ জুলাই অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়। উপজেলা
প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) এক সপ্তাহের মধ্যে মেরামতের
প্রতিশ্রুতি দেয়া হলে কর্মসুচি প্রত্যাহার করে নেয়া হলেও প্রতিশ্রুতির একসপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও কাজ হয়নি।
জগন্নাথাপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ
সম্পাদক রেজন আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে  বলেন, জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কজুড়ে ভাঙাচোরা
আর পুকুরের ন্যায় বড় বড় গর্ত। এসব গর্তে প্রায় ভারি যানবাহন পড়ে আটকে
বন্ধ হয়ে যায় যান চলাচল। আজও হামজা কমিউনিটি সেন্টারের সামনে তিনটি
মালবোঝাই ট্রাক আটকে সরাসরি যানচলাচল বন্ধ হয়ে যায়। আমাদের সদরের ষ্ট্যান্ড
থেকে প্রায় এক কিলোমিটার দুরবর্তী স্থানীয় হাসপাতাল পয়েন্ট থেকে সিলেটের
সঙ্গে বাস চলাচল রেখেছি।
জগন্নাথপুরের পরিবহন মালিক সমিতির সভাপতি নিজামুল করিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় প্রতিশ্রুতিরপ্রেক্ষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। প্রতিশ্রুতির একসপ্তাহ পেরিয়ে গেলেও
 কাজ না হওয়ায় আমরা ক্ষুব্দ ও হতাশ। তিনি বলেন,বিভাগীয় শহর সিলেট ও রাজধানীতে যাতায়াতের প্রধান সড়কটি যানচলাচলের
অনুপযোগী হয়ে পড়েছে। এঅবস্থায় যানচলাচল সম্ভব নয়। শ্রীঘ্রই আমরা সভা ডেকে পরবর্তী পদক্ষেপ নিব।
স্থানীয় সরকার অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গর্তে  ট্রাক আটকে যানচল বিঘ্নিত  হওয়ার খবর পাইনি। বিষয়টির খোঁজ নিচ্ছি। সড়কে কেন কাজ হচ্ছে না এমন প্রশ্ন করা হলে তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে 

জানান, বৃষ্টিপাতের কারণে কাজ করা যাচ্ছে না।

Exit mobile version