স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গের সেতু ভেঙে যাওয়ায় ওই সড়কে ৭ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে যান চলাচল শুরু হয়েছে।
গত ২২ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ থেকে ৫০০ বস্তা সিমেন্টসহ একটি ট্রাক জগন্নাথপুরে আসার সময় জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকায় কাটাগাঙ্গের বেইলি সেতু ভেঙে পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় চালকসহ ট্রাকে থাকা দু’জনই ডুবে যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
অতিরিক্ত মালবোঝাই ট্রাক উঠে বেইলি সেতু ভেঙেছে– এমন অভিযোগ এনে ঘটনার দিন রাতে থানায় ট্রাকের মালিক ও চালকের বিরুদ্ধে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতির মামলা করেন পাগলা-ছাতক সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান।
এদিকে সেতু ভেঙে যাওয়ায় পরদিন থেকে সওজের উদ্যোগে ক্ষতিগ্রস্ত সেতুতে সংস্কারকাজ শুরু হয়। ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
সেতুর সংস্কারকাজের দেখভালের দায়িত্বে থাকা পাগলা-ছাতক সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান জানান, সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে সরাসরি যানচলাচল বন্ধ হয়ে পড়েছিল। সেতুর সংস্কারকাজ শেষ হওয়ায় ফের যান চলাচল শুরু হয়েছে।