Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে স্থানীয় সেজে ভুয়া নাগরিক সনদ পেথে এবারও বহিরাগতদের দৌরাত্ম্য

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফের বহিরাগতের দৌরাত্ব্য বেড়েছে। ভুয়া নাগরিক সার্টিফিকেট সংগ্রহের মাধ্যমে স্থানীয় বাসিন্দা সেজে সহকারি শিক্ষক পদে চাকুরি লাভের জন্য এবারও স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোতে তাদের তৎপরতা শুরু হয়েছে। ফলে স্থানীয়দের মধ্যে আবারও সংশয় দেখা দিয়েছে। গত বছরও এই উপজেলার স্থানীয় বাসিন্দা সেজে ভুয়া নাগরিক সনদপত্র নিয়ে কয়েকজন চাকুরি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, ২০১৮ সালের দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক পর্যায়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যার প্রেক্ষিতে ২০১৮ সালের ৩০ জুলাই সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে সুনামগঞ্জ জেলার মধ্যে ১৮৮৪ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় রয়েছেন ৫০১ জন। তারমধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীই উপজেলার বাইরের প্রার্থী।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা চলতি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরীক্ষা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সে লক্ষ্যে প্রার্থীদের নাগরিক সার্টিফিকেটসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া নিতে হবে মৌখিক পরীক্ষার আগে। এজন্য গত কয়েকদিন ধরে জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে ভুয়া নাগরিক সনদপত্র সংগ্রহের দৌরাত্ম্য বেড়েছে।

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকদিন ধরে কয়েকজন বহিরাগত লোক নাগরিক সার্টিফিকেট দেওয়ার জন্য আনাগুনা করছেন । কিন্তুু আমরা স্থানীয় ছাড়া কোন ব্যক্তিকে ভুয়া নাগরিক সনদ দেব না।
জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বহিরাগতদের বিষয়ে আমরা সজাগ রয়েছি। ভুয়া নাগরিক সনদপত্র নেয়ার কোন সুযোগ নেই।

খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসি অধ্যুষিত এ উপজেলার অধিকাংশ মানুষই প্রবাস নির্ভরশীল। এক সময় এই উপজেলায় স্থানীদের সরকারী চাকুরীতে আগ্রহ নিতান্তই কম ছিল। ধীরে ধীরে নানা কারণে বিদেশ প্রবণতা কমতে শুরু হওয়ায় এখন স্থানীয়রা সরকারী বিভিন্ন দপ্তরে চাকুরী করতে প্রচন্ড আগ্রহী হয়ে উঠেছেন। কিন্তুু বহিরাগতদের দাপটে স্থানীয় অনেকই বঞ্চিত হচ্ছেন। বাইরের লোকজন ভুয়া নাগরিক সনদপত্রের মাধ্যমে চাকুরীতে প্রবেশ করে কর্মস্থলে যোগদান করেই চলে যান নিজ নিজ এলাকায়। ফলে শিক্ষক সংকট লেগেই থাকে।
জগন্নাথপুরের সৈয়দ মুচ্ছাবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারী নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রাপ্তকে স্ব স্ব এলাকায় যোগদান করার কথা। কিন্তুু আমাদের এলাকায় নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। গত বছরও কয়েকজন ভুয়া নাগরিক সনদের মাধ্যমে চাকুরি পেয়েছেন বলে আমরা খবর পেয়েছি। তাদের প্রতারণার কারণে আমাদের স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন।

সহকারী শিক্ষক পদে পরীক্ষার্থী খালেদ জিবলু বলেন, অন্য এলাকার লোকজনের দাপটের আমরা স্থানীয়রা নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এবার ভুয়া নাগরিক সনদপত্র রোধে আমরা আন্দোলনে নামব।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকারি শিক্ষক পদে এবার জগন্নাথপুরে ৫০১ জন উর্ত্তীণ হয়েছেন। মৌখিক পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে হয়তো চলতি মাসে হতে পাবে এমন সম্ভাবনা রয়েছে।

তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুয়া সনদপত্র নিয়ে স্থানীয় নাগরিক সেজে যারা চাকুরী করার চেষ্ঠা করছেন তাদের বিরুদ্ধে প্রমান পাওয়া গেলে আইনানুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version