1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে স্বাক্ষরতা দিবসের র‌্যালী আলোচনা সভা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে স্বাক্ষরতা দিবসের র‌্যালী আলোচনা সভা

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৭৭ Time View

স্টাফ রিপোর্টার ::
“স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিক্ষা অফিসের বাস্তবায়নে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জয়নাল আবেদীন দেশের শিক্ষা ক্ষেত্রে অগ্রসরতায় ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমূখী নানান কর্মসূচীর কথা উল্লেখ করে বলেন আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের আরো বেশী যতœশীল হওয়ার আহবান জানান। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমার সভাপতিত্বে ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর নার্সারী স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: আব্দুল হাই, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমগীর হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাপ্পী দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারিকেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃঞ্চ ক্ষত্রীয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যলয়ের সহকারী অজিত চন্দ্র দাশ, উপজেলা সার্ভার স্টেশনের টেকনোশিয়ান অরুপ সরকার, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শংকর দেবনাথ, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধবী রানী নাথ, সহকারী শিক্ষক রওশন আরা বেগম, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমা রানী দেব, সহকারী শিক্ষক নাছিমা বেগম প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com