Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে স্মরণসভায় সিদ্দেক আহমদ- হিরণ মিয়া নীতি আর্দশ আর কর্মে বেঁচে থাকবেন আমাদের মাঝে

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক হারুনুর রশীদ হিরন মিয়ার ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্মৃতি সংসদের সভাপতি হাজী ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শশী কান্ত গোপের এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি প্রবীন রাজনীতিদ সিদ্দিক আহমদ। প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক আহমদ বলেন, হারুনুর রশীদ হিরন মিয়া ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের আওয়ামী লীগ রাজনীতির অন্যতম সংগঠক। তিনি তাঁর নীতি আদর্শ ও কর্মের মধ্যে আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা এখনো তার শুন্যতা অনুভব করি। প্রয়াত এই রাজনীতিবীদের স্মৃতি ধরে রাখতে ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়াম বাস্তবায়নেরও দাবি জানানো হয়।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুফি মিয়া, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, আওয়ামী লীগ নেতা আকমল খান, নুরুল হক, আফছর উদ্দিন ভূঁইয়া,  ইয়াওর মিয়া, হীরা মোহন দে, ফখরুল হোসেন, মিজানুর রহমান, মুকুল ভট্রাচার্য্য, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন,  উপজেলা স্বেচ্ছাসেক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সহ সভাপতি ফজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সাফরোজ ইসলাম, সহ সভাপতি কল্যাণ কান্তি রায়, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।

Exit mobile version