Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হত্যামামলার পলাতক আসামীসহ গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে হত্যা মামলার পতলাতক আসামী, মাদক বিক্রেতাসহ থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের শুক্রবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, থানার এসআই শাহ জামাল, মোশাহিদ ও এএসআই অরুন কুমার সিংহের নের্তৃত্বে পুলিশ উপজেলার আটঘর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র হাবিব খান কে শুক্রবার গ্রেফতার করেছে। তিনি একটি হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
অপর দিকে বৃহস্পতিবার রাতে এএসআই মোঃ শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে পৌরশহরের সুনামগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে পৌরএলাকার হবিবনগর গ্রামের অভিযান চালিয়ে মাদক বিক্রেতা জমির আলী (৪৫) কে গ্রেফতার করেছে। অভিযানকালে আসামীর বসত ঘরের চৌকির নিচ হইতে একটি প্লাস্টিকের সাদা পলিথিনে মোড়ানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
একই রাতে এএসআইঅরুন কুমার সিংহ এর নেতৃত্বে পুলিশ পৌরশহরের হবিবনগর (ভাঙ্গা) এলাকায় থেকে তেরাব আলীর পুত্র কয়নাল মিয়া কে ৫ লিটার মদসহ গ্রেফতার করেছে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version