Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হত্যা মামলার আসামী অস্ত্রসহ সিলেটে আটক

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামে সংর্ঘষের ঘটনায় নিহত নুর মিয়ার হত্যা মামলার পলাতক আসামীকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেটের কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত ১৬ সেপ্টেম্বর ওই গ্রামের আধিপত্যকে কেন্দ্র করে একই গ্রামের ফয়সল আহমদ ও জাবেদ কুরেশী পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটে। এতে ৩৭জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে নুর আলী চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের আত্মীয় আবু খয়ের বাদি হয়ে জগন্নাথপুর থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলার ৩ নম্বর আসামী শ্রীধরপাশা গ্রামের আশরাফ আলমের ছেলে জাকুয়ার আলম। তিনি সংঘর্ষের ব্যবহৃত বন্ধুক কোতোয়ালি থানায় জমা দেওয়ার জন্য গেলে পুলিশ তাকে আটক করে।
আটকের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি গৌছ হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দুকসহ আটককৃত ব্যক্তিকে জগন্নাথপুর থানা পুলিশ হস্তান্তার করা হবে।
জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব-২ জানান, খবর পেয়ে সিলেটের উদ্যেশ্যে রওয়ানা হয়েছে।

Exit mobile version