Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাওরে ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণের কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে হাওরে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে সরকারী বিনামূল্যে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদে এ কর্মসচুীর উদ্বোধন করেন প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ।
পাটলী ইউনিষদের মাধ্যমে সরকারী ভিজিএফ’চাল বিতরণী অনুষ্টানে সভাপতিত্বে করেন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক। এতে বক্তব্য রাখেন ইউ্এনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, দলের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ প্রমুখ।
পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ইউনিয়নের ফসলহারা ১ হাজার ৪৩ জন কৃষক পরিবারকে জনপ্রতি ৩৮ কেজি চাল ও নগদ ৫শত টাকা করে দেওয়া হয়েছে।

Exit mobile version