Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হারুনুর রশিদ হিরন মিয়ার স্মরণ সভায় বক্তারা-হিরন মিয়া ছিলেন জনগনের আস্থা ও ভালোবাসার প্রতীক

স্টাফ রির্পোটার:: জগন্নাথপুর পৌর সভার প্রথম নির্বাচিত পৌর পিতা আওয়ামীলীগ নেতা হারুনুর রশীদ হিরণ মিয়া জনসাধারনের ভালবাসার আস্থা প্রতিক ছিলেন। অন্যায় অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধে সবর্দা সচেষ্ঠ থেকে কাজ করে গেছেন। তাঁর সততা, আর্দশ ও সাহসিকতার কথা জগন্নাথপুরবাসী আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বক্তারা আরো বলেন,আমাদের প্রাণের দাবী হারুনুর রশীদ হিরন মিয়ার স্মৃতি ধরে রাখার জন্য অচিরেই হারুনুর রশীদ হিরন মিয়া ষ্টেডিয়ামটি মাটি ভরাট করে পূনাঙ্গ স্টেডিয়াম রুপান্তরিত করতে হবে।
জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম হারুনুর রশিদ হিরন মিয়ার ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার হারুন রশিদ হিরন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শোকসভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্য্যালয়ে স্মৃতি সংসদের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সঞ্জীব কুমার রায় ও শশী কান্ত গোপের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল মালেক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক বিজন কুমার দে, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, কাউন্সিলর দেলোয়ার হোসাঈন,উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, রুমেন আহমদ,আব্দুল মুকিত প্রমুখ সভায় মনোজাত পরিচালনা করেন ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল জব্বার,সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান, বণিক সমিতির সহ-সভাপতি জাহির উদ্দিন,কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, যুবলীগ নেতা এম ফজরুল ইসলাম, আব্দুল মতিন, কয়েছর রশিদ, কামরুল বক্স প্রমুখ।

Exit mobile version