Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও পণ্য মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে ১০ দিন ব্যাপী নারী উদ্যোক্তা ও প্রশিক্ষন বিষয়ক পন্য মেলার উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ আনুষ্ঠানিকভাবে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল বরিম রিজু, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, অর্নিবান মহিলা সংঘের সভানেত্রী শিল্পী আক্তার, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, নারী উদ্যেক্তা লাইজু আক্তার,শাহনাজ জামান, নিলুফা বেগম কবিতা প্রমুখ। ছাত্রলীগ নেতা রনি রাজ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মেলার সমন্ধয়কারী দেবব্রত রায় দিপন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার,শিক্ষক নেতা ফররুখ আহমদ, প্রবাসী যুবলীগ নেতা আনছার মিয়া, পৌর আওয়ামীলীগ নেতা মাহতাবুল হক সমুজ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, নজরুল ইসলাম, যুবলীগ নেতা মাছুম আহমদ, রাসেল চৌধুরী, কয়ছর রশীদ, ছাত্রলীগ নেতা কল্যাণ কান্তি রায় সানী, সাফরোজ ইসলাম, রুমেন মিয়া, সায়মন হোসেন, আকমল হোসেন, তোফাজ্জল হক সুমন, আবু হেনা ,কামরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। মেলায় নারীদের হাতে তৈরী বিভিন্ন পণ্য বিক্রয়ের জন্য ৩০টি ষ্টল বসে।

Exit mobile version