Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ১১ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত, পরিকল্পনামন্ত্রী কে অভিনন্দন

স্টাফ রিপোর্টার – জগন্নাথপুর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হয়েছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এর নির্বাচনী এলাকা থেকে ১০টি প্রতিষ্ঠান এমপিওভূক্ত হওয়ায় জগন্নাথপুরে আনন্দের বন্যা বইছে। কলেজ পর্যায়ে এমপিওভূক্ত হয়েছে রানীগঞ্জ কলেজ,নয়াবন্দর স্কুল এন্ড কলেজ,মাধ্যমিক স্তরে লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়,স্বরপল্লী উচ্চ বিদ্যালয়,আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়,শাহজালাল উচ্চ বিদ্যালয়।মাদ্রাসা পর্যায়ে এমপিওভূক্ত হয়েছে পীরেরগাঁও,রানীগঞ্জ,রসুলপুর,পূর্ব বুধরাইল আটঘর,শাহজালাল জামেয়া, ও বালিকান্দি আটপাড়া মাদ্রাসা। এদিকে জগন্নাথপুরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হওয়ায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি কে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, সহ সভাপতি এডভোকেট শফিকুল আলম,এডভোকেট শুকুর আলী,এডভোকেট আবদুল ওয়াদুদ,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস আহমদ প্রমুখ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষাবান্ধব সাংসদ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর প্রচেষ্টায় জগন্নাথপুরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হওয়া শিক্ষার অগ্রযাত্রায় যুগান্তকারী পদক্ষেপ। এজন্য পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Exit mobile version