Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ১৫ দিন পর অবশেষে ধান কেনা শুরু

সুনামগঞ্জের জগন্নাথপুরে আমন ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করার ১৫ দিন পর ধান কেনা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সদরের খাদ্য গুদামে দুই জন কৃষকের নিকট থেকে দুই টন আমন ধান সংগ্রহ করেন। এর আগে ধান সংগ্রহের কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি সিদ্দিক আহমদ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপালি দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব উপস্থিত ছিলেন।
প্রঙ্গত, জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আমন ধান ক্রয়ে ২৪৫৩ জন কৃষক আবেদন করেন।এরমধ্যে গত ২৭ নভেম্বর লটারির মাধ্যমে ৫৫২ জন কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করার জন্য মনোনীত করা হয় । তাদের মধ্যে ৪২০, মাঝারি কৃষক, ১২৬ জন বড় কৃষক ও ৫৬ জন প্রান্তিক কৃষক রয়েছেন। তাদের মধ্যে বড় কৃষক জনপ্রতি তিন টন, মাঝারি কৃষক দুই টন এবং ক্ষুদ্র প্রান্তিক কৃষক এক টন ধান দিতে পারবেন। প্রতি কেজি ২৬ টাকা দরে ধান ক্রয় করা হবে। এবার মোট ৮৪০ মেট্রিক ধান সংগ্রহ করা হবে। ২০ নভেম্বর থেকে থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। তবে গতকাল থেকে জগন্নাথপুরে ধান কেনা শুরু হয়েছে।

Exit mobile version