Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৩ কোটি টাকা ব্যয়ে পৌরসভার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

স্টাফ রিপোর্টার :-স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে ৩তলা বিশিষ্ট জগন্নাথপুর পৌরসভার আধুনিক ভবন নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পৌরসভা ক্যাম্পাসে ভবন নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপনের ফলক উম্মোচন করেছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ। এ সময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্থর শেষে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনায় সভায় মেয়র আব্দুল মনাফ বলেছেন, পৌরবাসীর আজ একটি আনন্দের দিন। ভবন নির্মানের মধ্যে দিয়ে মডেল পৌরসভা গঠনে একটি মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সভা নেত্রী দেশ রতœ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের গনজোয়ার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর পৌরসভাকে আধুনিকায়নে নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। তিনি জগন্নাথপুর পৌরসভা গঠনে প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়র আব্দুল মনাফ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগের প্রয়াত নেতা মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জগন্নাথপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করনে শহরবাসীসহ বিভিন্ন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পৌরসভার সহকারী প্রকৌশলী স্বতীশ গোস্মামীর পরিচালনায় অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টী আব্দুন নূর, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর কাউন্সিলার খলিলুর রহমান, পৌর কাউন্সিলার দেলোয়ার হোসেন, পৌর কাউন্সিলার দ্বীপক গোপ, মহিলা কাউন্সিলার মিনা রানী পাল, পৌরসভার সচিব মো: মোবারক হোসেন, সমাজসেবী আব্দুল হামিদ, ছিদ্দেক ক্বারী, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, পৌর ভবন নির্মানকারী প্রতিষ্টান মেসার্স আতাউর রহমান খান এর সত্ত্বাধিকারী প্রবীন সাংবাদিক গোলাম কবির আহমদ চৌধুরী, , সাংবাদিক মো: আব্দুল হাই, সাংবাদিক অমিত কান্তি দেব, প্রমূখ।
পরে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা বদরুল ইসলাম।

Exit mobile version