স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধমীয় উৎসব শারদীয় দুর্গা পূজা এবার ৪৩ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে। আজ ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী শারদ উৎসব। ইতিমধ্যে মন্ডপগুলোতে সাজ সাজ প্রস্তুতি চলছে। দেবীর আচলে শেষ রংতুলির আচড় দিতে প্রতিমাশিল্পীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। নানা রঙে রাঙানো হচ্ছে মন্ডপগুলো। জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেব বাড়ি আনন্দময়ী পূজা মন্ডপে এবার নতুন করে সাজানো হয়েছে। নৌকার আদলে পুকুরে বানানো হয়েছে মন্ডপ। কেন্দ্রীয় পূজা মন্ডপ জগন্নাথ জিউর আখড়ার মন্ডপে নেয়া হয়েছে পূজা উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উপজেলার আটটি ইউনিয়নে পূজার প্রস্তুতি শেষ হয়েছে। মন্ডপে মন্ডপে আনসার সদস্যরা দায়িত্ব পালন করতে পৌঁছে গেছেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কমিউনিটি নেতা বিজন কুমার দেব জানান,জগন্নাথপুর উপজেলায় শারদীয় দুর্গা উৎসবের চুড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে দেবী দুর্গার পূজা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এবারের শারদ উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে হবে। তিনি বলেন, প্রতিটি মন্ডপে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক ও সিসি ক্যামেরার আওতায় থাকবে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, শারদ উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যাতে নিবিঘ্নে হয় সেজন্য পুলিশের সার্বক্ষণিক নজরদারি রয়েছে।