1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

জগন্নাথপুরে ৫দিন পর নিখোঁজ জেলের ভাসমান মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে নদীতে পড়ে বিপ্লব বিশ্বাস (৩৩) নামের এক জেলে নিখোঁজ হওয়ার ৫দিন পর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না এলাকার কুশিয়ারা নদী থেকে ওই জেলের ভারমান মরদেহ উদ্ধার করা হয় বিপ্লব রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে কুশিয়ারা নদীর রানীগঞ্জ খেয়াঘাট এলাকায় নৌকায় একা বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন বিপ্লব বিশ্বাস। এসময় হালকা ঝড়বৃষ্টি আসে। এক পর্যায়ে বজ্রপাতে নৌকা থেকে পড়ে যান তিনি । এরপর থেকে তাঁকে আর খোঁজে পাওয়া যায়নি। ৫দিন পর সোমবার রাতে ওই জেলের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com