Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৫শতাধিক কৃষকের মধ্যে আউশের বীজধান বিতরণ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের মধ্যে আউশধানের বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অধিপ্তরের উদ্যোগে জগন্নাথপুরের ৫শতাধিক কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি বীজধান, ২০ কেজি ইউরিয়া, ১০কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের কৃষি সস্প্রসারণ ও কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার সাহা, বীজ প্রত্যয়ন প্রকৌশলী জাহেদুল আলম, জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীল প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আউশধান চাষাবাদের জন্য কৃষিদের মধ্যে কৃষি বীজ, সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হূেয়ছে। এছাড়া আবাদের জন্য জমি প্রস্তুুতিকরণের জন্য মোবাইল ব্যাংকের মাধ্যমে ৫শতাধিক কৃষি জনপ্রতি ৫শত টাকা পাবেন।

Exit mobile version