Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর আওয়ামীলীগের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি পালিত

স্টাফ রিপোর্টার:: একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একুশের প্রথম প্রহরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর নের্তৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে এক বণাঢ্য র‌্যালী পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রর্দক্ষিন করে শহীদ মিনার হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ সাব্বির আহমদ, আব্দুল কাইয়ুম মশাহিদ,যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী,সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ,পৌর আওয়ামীলীগ নেতা শশী কান্ত গোপ, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দীপক কান্তি দে দীপাল, রানীগঞ্জ ইউনিয়নের সভাপতি সুন্দর আলী,আশারকান্দি ইউনিয়নের সভাপতি আজাদ কাবেরী,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর,পাটলী ইউনিয়নের সভাপতি জমশেদ তালুকদার,পাইলগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version