Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ৭ হাজার মানুষকে ত্রাণ সহায়তা দিবে

স্টাফ রিপোর্টার:: যুক্তরাজ্যে বসবাসকারী জগন্নাথপুরবাসীর অন্যতম মানবিক ও সামাজিক সংগঠন জগন্নাখপুর উন্নয়ন সংস্থা ফসল হারা মানুষের পাশে দাঁড়িয়েছে। ত্রাণ সহায়তা নিয়ে সংস্থার একটি প্রতিনিধিদল ইতিমধ্যে নাড়ীরটানে দেশে এসে তাদের কার্যক্রম শুরু করেছেন। আজ থেকে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ত্রাণ বিতরণী কার্যক্রম শুরু করবেন তারা। জগন্নাথপুর উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরন কার্যক্রমের সমন্ধয়কারী মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল হক শেরিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, জগন্নাথপুর উন্নয়ন সংস্থা জগন্নাথপুরবাসীর সকল দুর্যোগে পাশে রয়েছে। তাই এবারও ফসল হারা মানুষের পাশে দাঁড়াতে উপজেলার সাত হাজার দরিদ্র অসহায় মানুষের মধ্যে সংস্থার পক্ষ থেকে চাল,ডাল তৈলসহ খাদ্য সামগ্রী প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। আজ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ এ কার্যক্রম উদ্বোধন করবেন। তিনি জানান,উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরনী কার্যক্রমের মধ্যে রয়েছে আজ মঙ্গলবার উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বুধবার উপজেলার পাটলী ও মীরপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, বৃহস্পতিবার উপজেলার আশারকান্দি ও সৈয়দপুর ইউনিয়নে ত্রাণ বিতরণী কার্ক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউল রহমান ও জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। শনিবার জগন্নাথপুর পৌরসভায় ত্রাণ বিতরণ করা হবে। শনিবার উপজেলার কলকলিয়া ও চিলাউড়া – হলদিপুর ইউনিয়নে সংস্থার পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে। এতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছেন সংস্থার নের্তৃবৃন্দ।

Exit mobile version