Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::

সারাদেশের নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, প্রকল্পের সিনিয়র প্ল্যানার ও প্রকল্প পরিচালক ফজলুল হক, প্রকল্পের সহকারী প্ল্যানার ও প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।
সভায় জানানো হয়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাসহ দেশের নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমার গ্রাম আমার শহর পাইলট প্রকল্পের মহাপরিকল্পনা প্রনয়ন কাজ চলছে। যার প্রেক্ষিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

Exit mobile version