Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে ধানের শীষের ঐক্যে ফাটল

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনিত প্রার্থী জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের পক্ষে প্রচারনায় দেখা যাচ্ছেনা বিবাদমান বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীদের। রবিবার প্রধান নির্বাচনী কর্মী সভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠনে বিএনপির অপর অংশের নেতাদের দেখা যায় নি। ফলে ঐক্যবদ্ধ বিএনপিকে নির্বাচনী মাঠে দেখা যাচ্ছেনা । অনৈকের সুর বেজে উঠেছে। বিএনপি নেতাকর্মীরা জানান,মনোনয়নপত্র দাখিলের দিনে বিএনপির বিবাদমান দু’গ্রুপের নেতাদের নিয়ে মনোনয়নপত্র্র জমা দিলেও এরপর থেকে বিএনপির দু’পক্ষকে প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ দেখা যায়নি। গতকাল বিএনপির দলীয় মনোনিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার ও কবির আহমদ গ্রুপের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী সভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন। উক্ত সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, সাবেক আহ্বয়ক লেঃ কর্ণেল অবঃ সৈয়দ আলী আহমদ, উপজেলা বিএনপির সাাবেক সাধারণ সম্পাদক লুৎফুর চৌধুরী বলয়ের নেতাকর্মীদের দেখা যায়নি। নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির আক্তার হোসেন বলয়ের নেতাকর্মীরা জগন্নাখপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি প্রার্থী আতাউর রহমান আমাদের বলয়ে থেকে এতদিন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন। দলীয় মনোনয়ন পেতে তিনি গ্রুপ বদল করেন। তারপরও আমরা দলের বৃহত্তর স্বার্থে তাঁর পক্ষে ছিলাম। তিনি নির্বাচনী কর্মীসভায় আমাদেরকে না বলে মনগড়া কার্যক্রম পরিচালনা করায় আমাদের বলয়ের নেতাকর্মীরা ক্ষুব্দ। জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ বলেন.জগন্নাথখপুর উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঐক্যবদ্ধ। যারা দলের প্রার্থীর পক্ষে কাজ করছেন না তারা দলের কেউ নন। বিগত পৌর নির্বাচনেও দলের পক্ষে কাজ করেনি বিএনপি নামধারী ওই পক্ষ।

Exit mobile version