Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী আতাউরের পদের বাহার

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান নির্বাচনী প্রচারনায় একটি প্রচারপত্র বিলি করছেন। এতে দেখা গেছে তিনি পদের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছেন। নির্বাচনী প্রচারনায় তার প্রচারপত্র নিয়ে কৌতুহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। আতাউর রহমান তাঁর প্রচারপত্রে নিজের ব্যবসা হিসেবে বাংলাদেশ ওভারসীজ সার্ভিসেস আইটিএন অনুমোদিত ট্রাভেল এজেন্ট হজ্ব লাইসেন্স নং-৩৬ ওমরাহ লাইসেন্স নং-৩৮ ও প্রীতিরাজ রেষ্টুরেন্ট এর কথা তুলে ধরেছেন। সমাজসেবা হিসেবে তিনি নিজের সাবেক ও বর্তমান পদ পদবীর কথা তুলে ধরেছেন। এতে দেখা গেছে,তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সদস্য জগন্নাথপুর উপজেলা বিএনপি,সাবেক চেয়ারম্যান সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন, ২০০৯ সালে জগন্নাথপুর উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্ধীতা করেছেন বলে উল্লেখ করেন। সভাপতি সুনামগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন,সভাপতি মানবাধিকার কমিশন সিলেট মহানগর,এবং সিলেট, সুনামগঞ্জ,মৌলবীবাজার ও হবিগঞ্জজেলার আঞ্চলিক সমন্ধয়কারী। সভাপতি সিলেট সমাজ কল্যাণ সংস্থা,সভাপতি সিলেট রেষ্টুরেন্ট মালিক সমিতি,সভাপতি হয়রত শাহজালাল উচ্চ বিদ্যালয় মুরাদাবাদ,জগন্নাথপুর। সভাপতি ইদ্রীছ মার্কেট ব্যবসায়ী কমিটি।সভাপতি শাপলাবাগ বহুমুখী উন্নয়ন সমিতি টিরাগড়,সেন্টেনিয়াল প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জালালাবাদ। আহ্বায়ক বঙ্গবীর এম এ জি ওসমানী জন্ম মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ। উপদেষ্ঠা হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রেীয় কমিটি,বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ণ পরিষদ,বায়তুল আমান জামে মসজিদ জিন্দাবাজার,তেঘরিয়া জামে মসজিদ শাপলাবাগ জাম মসজিদ টিলাগড়,সা্বেক নির্বাহী সহ-সভাপতি আটাব,সাবেক চেয়ারম্যান এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাব সিলেট অঞ্চল,সাবেক সভাপতি জগন্নাথপুর যুব কল্যাণ সমিতি,সাবেক সহ-সভাপতি চান্দুশাহ দাখিল মাদ্রাসা,সাবেক কোষাধ্যক্ষ জগন্নাথপুর সমিতি,সাবেক কোষাধ্যক্ষ সুনামগঞ্জ সমিতি,সিাবেক পরিচালক সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ,প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দপুর আর্দশ কলেজ,কাযক্ররী কমিটির সদস্য তেঘরিয়া মহিলা মাদ্রাসা,জীবন সদস্য সিলেট ও জগন্নাথপুর প্রেসক্লাব,জীবন সদস্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট,জীবন সদস্য ওসমানী হাসপাতাল রোগী কল্যাণ সমিতি,জীবন সদস্য জালালাবাদ পঙ্গু ও পূর্নবাসন হাসপাতাল,সাবেক সদস্য এফবিসিসিআই। এছাড়াও তিনি প্রচারনায় মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে তুলে ধরে প্রচারনা চালাচ্ছেন। নির্বাচনী প্রচারনায় তার পদের বাহার দেখে জগন্নাথপুরের বাসিন্দা অজয় দে নামের একজন নতুন ভোটার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমবারের মতো উপজেলা নির্বাচনে ভোট দিব। তাই সব প্রার্থীদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। আতাউর রহমানের লিফলেটে এত পদের বাহার দেখে মনে হচ্ছে তিনি পদের ভারে ভারাক্রান্ত । নতুন ওই ভোটার আরো বলেন,স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও এসব সামাজিক কাযক্রম বাধাগ্রস্থ হবে। তাই এসব নির্বাচনে যারা অংশ নিবেন তাদেরকে শুধু উপজেলা পরিষদের দায়িত্ব পালনের কথাই ভাবতে হবে। এদিকে আতাউর রহমানের ঘনিষ্টজন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,তিনি সঠিকভাবে সবগুলোর দায়িত্ব পালন করতে পারবেন।

Exit mobile version