Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার:: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নয়ন জমাদানকারী প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন, বিএনপির দলীয় মনোনিত প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা বিজন কুমার দেব, বিএনপি মনোনিত প্রার্থী যুবদল নেতা হাজী সোহেল আহমদ খান টুনু, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ফয়জুল হক, বাংলাদেশ খেলাফত মজলিশের দলীয় মনোনিত প্রার্থী সৈয়দ জয়নুল ইসলাম, জমিয়ত উলামায়ে ইসলামীর দলীয় মনোনিত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী ও বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ফারজানা বেগম ও স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আওয়ামীলীগ দলীয় প্রার্থী আকমল হোসেন বিকেল সাড়ে চারটার দিকে আওয়ামীলীগ দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দেব কে নিয়ে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমাদেন। এই দুপ্রার্থীর মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সহ-সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক,জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। অপরদিকে বিএনপি নেতা আতাউর রহমান দলের দু’গ্রুপের নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, সাবেক আহ্বায়ক লে কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদ, সাধারণ সম্পাদক কবির আহমদ,সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা তাঁর পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছ ও তাঁর অনুসারি নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার প্রার্থী বাছাই অনুষ্ঠিত হবে। ১৭ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এবং ভোটগ্রহন ৬ মার্চ অনুষ্ঠিত হবে।

Exit mobile version