স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলামের শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
প্রসঙ্গত গত বছরের ২ নভেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২৬ ডিসেম্বর তিনি মৃত্যু বরণ করলে চেয়ারম্যান পদে ২৫ মে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নুরুল ইসলাম বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। মঙ্গলবার সকালে তিনি শপথ নেন।আগামী বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করবেন।