Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতিসভা বর্জন করল দলের একাংশ

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি কমিটির সভা বর্জন করেছে দলের একাংশের নেতা কর্মীরা। শুক্রবার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে পৌর শহরে অস্থায়ী কার্য্যালয়ে এক প্রস্তুুতিসভার আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির বিভক্ত দু’গ্রুপের দলীয় নেতাকর্মীরা অংশ নেন। সভায় সভাপতির বক্তব্য চলাকালে বর্তমান ইউনিয়ন পর্যায়ে বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে বিএনরি অপর অংশের নেতাকর্মীরা সভা বর্জন করে।
বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদের সভাপতিত্বে ও প্রথম সদস্য কবির আহমদের পরিচালনায় সম্মেলন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু হুরায়রা ছাদ মাষ্টার, এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, এম,এ মুকিত, এম, এ নুর, রফিকুল ইসলাম খছরু, হাজী চাঁন মিয়া, মির্জা আবুল কাসেম স্বপন, মঞ্জুর কাবেরী, আখলুল করিম, সৈয়দ মোছাব্বির, জামিল আহমদ গেদন, মোজাম্মেল আহমদ, আব্দুস সোবহান, কাইয়ুম মিয়া ম্বেমার, মামুর মিয়া প্রমুখ।

সভার শেষে দিকে উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ সমাপনী বক্তব্যে তিনি বলেন, আগামী ২২ অক্টোবর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সফল করার লক্ষ্যে সকলের প্রতি আহবান জানালে এ সময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাসেম স্বপন বিরোধিতা করে বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপি কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। এ সব কমিটি পূর্নগঠন না করে সম্মেলন হতে পারে না। এর পরেই তারা সভা বর্জন করে চলে যান।
এদিকে সন্ধ্যায় উপজেলা বিএনপির নেতা মির্জা আবুল কাসেম স্থানীয় সাংবাদিকদের জানান, উপজেলা বিএনপির আহবায়ক উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে দলীয় নেতাকর্মীদের মতামত না নিয়ে কমিটি গঠন করেছেন। এমন কী ইউনিয়ন বিএনপির কোন সম্মেলনে আমাদের আমন্ত্রন করেননি। তিনি একক সিন্ধান্তে স্বেচ্ছাচারিতার মাধ্যমে দলের পরিক্ষিত ত্যাগী নেতা কর্মীদের মতামত উপেক্ষা করে অযোগ্য, অদক্ষ ও দূর্নীতিবাজ ব্যক্তিদের নিয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করেন। উপজেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুুতি সভায় আমাদের কে ডাকা হলে, আমরা সভায় উপস্থিত হয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গুলো পূর্ন গঠনের দাবী জানিয়ে সভা বয়কট করে চলে আসি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম সদস্য কবির আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, আমরা তৃর্নমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়নের কমিটি গঠন করেছি। এখানে কোন ধরেন অনিয়ন কিংবা স্বেচ্ছাচারিতার হয়নি। আসন্ন উপজেলা বিএনপির সম্মেলন বানচাল করতে অগ্রহন যোগ্য দাবী করছেন তারা। যা দলীয় গঠনতন্ত্রের বাহিরে।
উল্লেখ যে, দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদ ও প্রথম সদস্য কবির আহমদ। অপর দিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেনের নেতৃত্বে বিএনপির অপর একটি অংশ দলীয় কার্যক্রম পৃথম ভাবে পরিচালনা করে আসছে।

Exit mobile version